১২দিনে সৌদিতে পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী

২০১৮ সালে অনুষ্ঠেয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের (বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৭৪টি করে ফ্লাইট) মাধ্যমে ১২দিনে সৌদি আরব পৌঁছেছেন ৫৩হাজার ৮৭০জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩২২৬জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫০হাজার ৬৪৪জন সৌদি পৌঁছেছেন। আর এ পর্যন্ত হজ পালনে এসে মারা গেছেন ৫বাংলাদেশি।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের মোহাম্মদ আমির হোসেন (পাসপোর্ট নং BR0947131), মানিকগঞ্জের আব্দুস সাত্তার (পাসপোর্ট নং BN0540008), জামালপুরের আবুল কালাম আজাদ (পাসপোর্ট নং BT0299466), ময়মনসিংহের আব্দুল হালিম আকন্দ (পাসপোর্ট নং BR0509053) এবং নওগাঁর আব্দুর রহমান আকন্দ (পাসপোর্ট নং OC9187825)।

তারা সবাই মক্কায় মারা গেছেন এবং তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মক্কাস্থ বাংলাদেশ হজ মিশন।

এ বছর থেকে সরকারি, বেসরকারি এবং সাপোর্টিং টিমের সদস্যসহ ১লক্ষ ২৮হাজার বাংলাদেশির হজ পালনের কথা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট হজ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আল-আমিন/অরিন/নিউজ টোয়েন্টিফোর