ইনস্টাগ্রামের ভিডিও বানাতে পুলিশের গাড়ি চুরি করে আটক ২

ভিডিও বানাতে দরকার গাড়ি। তাই গাড়ি জোগাড় করতে চুরি ছাড়া উপায় নেই। সে জন্য পুলিশের গাড়ি চুরি? ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। ইনস্টাগ্রামের ভিডিও বানানোর জন্য পুলিশের গাড়ি চুরি করে ধরা পড়লেন দুই যুবক। আটক ওই দুই যুবকের নাম এম সঞ্জয় এবং ডি বিঘ্নেশ।

আনন্দবাজার জানায়, ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করে। অভিযুক্তরা কয়েকজন সঙ্গীকে নিয়ে একটি গ্যাংওয়ারের দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন। সেই দৃশ্যে পুলিশের গাড়ির প্রয়োজন ছিল। মাঠের সামনে পুলিশের একটি টহলগাড়ি দাঁড় করানো ছিল। আর সেখানে তাদের নজরে আসে গাড়িটি। তবে আটকের পরে তারা জানিয়েছে, গাড়িটি তারা পুলিশের অজান্তেই ব্যবহার করেছে। দক্ষিণ ভারতের ছবিতে যেভাবে গ্যাংওয়ারের দৃশ্য দেখানো হয়, ঠিক একই কায়দায় ভিডিও শ্যুট করতে গিয়েই বিপত্তি।

তবে মূল বিপত্তি শুরু হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর। আর সাথে সাথেই পুলিশের নজরে আসে বিষয়টি। ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। তারপরই আটক করা হয় দু’জনকে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, শুধু ভিডিও বানানো উদ্দেশ্যেই গাড়িটি নিয়েছিলো তারা।

news24bd.tv/FA