সহকর্মীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

সহকর্মী সেনার গুলিতে এ নিয়ে প্রাণ গেলো দুই ইসরায়েলি সেনার। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে উত্তর সেক্টরে সোমবার রাতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পার্সটুডের।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ওই প্রতিবেদনে বলা হয়, নিহত সেনা অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকাতে এই হত্যাকাণ্ডের শিকার হয়। তবে কি কারণে এই সেনাকে তারই সহকর্মী গুলি চালিয়েছে তা জানা যায়নি।

সেনা তদন্ত বলছে, নিহত ওই সেনা কিছু সময়ের জন্য তুলকারম গার্ড পোস্ট থেকে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ফিরে এলে সহকর্মী সেনা তার ওপরে গুলি চালায়। তবে নিজেদের গুলিতে সেনা নিহত হলেও ফিলিস্তিনিদের ঘর বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে।

গুলিবর্ষণের ঘটনার পরপরই আহত সেনাকে দ্রুত কাফ্‌র সাবা শহরের মেইর হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সামরিক বাহিনী। অধিকৃত ফিলিস্তিন নিয়ে উত্তেজনার মাঝেই এ ঘটনা ঘটলো।

news24bd.tv/FA