চট্টগ্রামে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরের নয়া বাজারের সুলতান চৌধুরী মার্কেটের বৈশাখী সাজ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ চুরির ঘটনা ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুয়েলার্সের মালিক সেন্টু ধর বলেন, জুয়েলার্স থেকে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমরা এখন থানায় মামলা দায়ের করতে এসেছি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করতে সেখানে অবস্থান করছেন। আমরা এ ঘটনার চুরি হওয়া স্বর্ণ-চাঁদি ও টাকা উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, গত রোববার গভীর রাতে নয়া বাজারের বৈশাখী সাজ জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/FA