বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হলেন রুহিন হোসেন প্রিন্স

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।  

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি রুহিন হোসেন প্রিন্স।

রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ছিলেন। তিনি ৯০ দশকে গড়ে ওঠা বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক ও ১১ দলে সিপিবির প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ৮০'র দশক থেকে ১৯৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন প্রিন্স। একাধিক বার গ্রেফতার ও কারাবরণ করেছেন এবং অনেক সময় আত্মগোপনে থেকেছেন তিনি।

বাংলাদেশে সাম্প্রদায়িকতা বিরোধী, স্বৈরাচার বিরোধী, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসর ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক আন্দোলনের পরিচিত মুখ রুহিন হোসেন প্রিন্স।

news24bd.tv রিমু