গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা

বেশির ভাগ রাজনৈতিক দলের আপত্তি থাকার পরও আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শতাধিক আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি আরও বলেন, বর্তমানে ইসির কাছে থাকা ইভিএম দিয়ে সর্বোচ্চ ৭০-৭৫টি আসনে নির্বাচন করা যাবে। আর বাকী আসনের জন্য ইভিএম কিনতে প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

অশোক দেবনাথ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা আমলে নিয়ে সবদিক বিবেচনা করেই কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কমিশন সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ