রাজশাহী সিটি নির্বাচনের সর্বশেষ ফলাফল

নগরপিতা নির্বাচিত করতে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা।   চলছে ভোট গণনা। আসতে শুরু করেছে ফলাফল ।

রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। এই দুই কেন্দ্রে আ.লীগের নৌকা প্রতীক নিয়ে লিটন পেয়েছেন ১৪২৪ ভোট। আর বিএনপির ধানের শীষ  প্রতীক নিয়ে বুলবুল পেয়েছেন ৪৮৯ ভোট। বুলবুলের চেয়ে ৯৩৫ ভোটে এগিয়ে আছেন লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার প্রায় ৩ লাখ বিশ হাজার।

প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে রাজশাহীতে ১৩৮ টি কেন্দ্রের মধ্যে ১৩৮ টি কেন্দ্রে ১,৬৬,৩৯৪  ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮,৪৯২ ভোট।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)