সুনামগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক পৌরসভার গনেশপুর ফেরী ঘাট এলাকা থেকে ৪'শ ৭০ বোতল ভারতীয় মদসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

রোববার গভীররাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ছাতক থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জের মৃত শরীয়তউল্লার ছেলে  মোঃ তোরাব আলী(২৮) ও একই উপজেলার মৃত সুলতান আলীর ছেলে মোঃ শদীদ মিয়া (৪২)। গ্রেপ্তারকৃত দুই মাদকব্যবসায়ী এলাকার শীর্ষ মাদক সম্রাট।

অভিযানে  নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হাসান, পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী, এসআই মোঃ রবিউল্লাহ, সিপাই সোহরাব হোসেন চৌধুরী, কিংকর কুমার রায়সহ ছাতক থানা পুলিশের একটি টিম।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০,এর ২২(গ) ও ২৫ রুজু করা হয়েছে। আসামীদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)