জার্মানিতে বিমান ধর্মঘটে পাইলটরা, বাতিল ৮শ ফ্লাইট

জার্মানিতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলরত পাইলটদের সঙ্গে জার্মান এয়ারলাইনের আলোচনা ভেস্তে যাওয়ায় বিমান ধর্মঘটের ডাক দিয়েছেন দেশটির পাইলটরা। পাইলটদের ধর্মঘটের কারণে শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরে আটকা পড়েন কয়েক লাখ যাত্রী। বাতিল করা হয় ৮শ’র বেশি ফ্লাইট।  

পাইলটদের বেতন ভাতা বৃদ্ধি, মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিপূরণসহ নানা সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে শুক্রবার জার্মানির সবগুলো বিমানবন্দরে ধর্মঘটের ডাক দেন দেশটির পাইলটরা।  

এর পরিপ্রেক্ষিতে জার্মান বিমান সংস্থা লুফথানসা জানায়, ধর্মঘটের কারণে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এতে বিপাকে পড়েন দেড় লাখের বেশি যাত্রী।  

এ অবস্থায় বিমানের বিভিন্ন রুটের যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত পেতে এবং বিকল্প বিমানের দাবিতে বিমানবন্দরের কাউন্টারগুলোতে বিক্ষোভ করেন।  

news24bd.tv/আলী