সুনামগঞ্জে হাজারো শিক্ষার্থীর অবস্থান

ঢাকায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের বিচার ও নিরাপদ সড়ক এবং শিক্ষার্থীদের  ৯দফা দাবি বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়েছে।

শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে আলফাত উদ্দিন স্কয়ারের জড়ো হয়। পরে তাদের সঙ্গে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে পুরাতন বাসস্টেশন সড়কে অবস্থান নেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীরা এসময় শান্তিপূর্ণ অবস্থান নিয়ে শ্লোগান দেয়। তারা ন্যায় বিচার চেয়ে যৌক্তিক দাবি মানতে সরকারকে আহ্বান জানায়।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মিছিল জেলা শিক্ষা ভবণের সামনে গিয়ে অবস্থান নেয়।

(নিউজ টোয়েন্টিফোর/বুরহান/তৌহিদ)