‘সরকারের বেঁধে দেওয়া এলপি গ্যাসের দাম মানতে হবে’

কোম্পানি এলপি গ্যাসের দাম বাড়ালে এর প্রভাব খুচরা পর্যায়ে পড়ে। খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন অযুহাত দিচ্ছে ডিলারদের, আর ডিলাররা কোম্পানির এই ব্লেম গেম বন্ধের আহ্বান জানাচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এলপি গ্যাস মালিকদের সতর্ক হওয়ার অহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।  

সোমাবার (২০ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের সভাকক্ষে উৎপাদনকারী, বাজারজাতকারী ও  ব্যবসায়ীদের সঙ্গে মূল্যের বিষয়ে একটি মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।   সভায় সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘বর্তমানে কোনো কারণে উৎপাদন বা সাপ্লাই পর্যায় থেকে দাম বাড়ালে ভোক্তাদের সমস্যা আরও বেশি হবে, তাই সরকার যখন একটি দাম নির্ধারণ করে দেয়, তা সবাইকে মানতে হবে। ’