নায়িকা মানে স্লিম ফিগার, জিরো ফিগার নয় : দীঘি

বড় পর্দার পর ওটিটিতে অভিষেক হয়েছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। কিন্তু নানা সময় ওজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও মুখ খোলেন ‘চাচ্চু’ খ্যাত এই তারকা।  

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।  এখন পৃথবী অনেক এগিয়ে গিয়েছে। এখনো যদি আমি আগের চিন্তায় থাকি, নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার, তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিত। ’

নিজের ওজন নিয়ে মানুষের বাজে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর ধরেই শুনছিলাম, আমি নাকি ফিটনেট সচেতন নই? যেটা কিনা সবসময় হয়, সবসময় বলে। আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরও কিছু মানুষ আছে যারা কানের সামনে এসে এগুলো বলে পৈশাচিক আনন্দ পায়। এই যে কটু কথাগুলো কিংবা একজনকে ছোট করাটা এই জিনিসটা আমার একদমই পছন্দ না। ’

দীঘি আরো বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে সবার আগে তার কাজকে মূল্যায়ন করার কথা। বরাবরই বলে আসছি, আমি একজন অভিনেত্রী। আমার কাজটাই হচ্ছে প্রথমত অভিনয় করা। বাদ বাকিগুলো সব পরে দেখবেন। আমি অভিনয় পারি কিনা সেটা দিয়ে আগে আমাকে বিচার করবেন, যদি বিচার করতেই হয়। ’

news24bd.tv/desk