লাশের রাজনীতি বিএনপির পুরনো কৌশল: হানিফ

লাশের রাজনীতি বিএনপির পুরনো কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

হানিফ বলেন, ‘আলোকবর্তিকা হিসেবে এসেছিলেন শেখ হাসিনা। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই তাকে অনেকবার হত্যার চেষ্টা করেছে।  তিনি না থাকলে মানুষ এই উন্নয়ন দেখতে পেত না। ধরাবাহিকতা রক্ষা করতে পারলে ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হবে বাংলাদেশ। ’

বিএনপির কর্মসূচি নিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা কাপুরুষতার লক্ষণ। বিএনপি নেতারা উসকানি দিয়ে কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। লাশের রাজনীতি তাদের পুরনো কৌশল। হত্যার রাজনীতির বাইরে যেতে পারে না বিএনপি। ’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক সহনশীলতা ও  শিষ্ঠাচারে বিশ্বাস করে। লাঠিসোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করলে, প্রশাসন ও আওয়ামী লীগের ওপর হামলা চালালে তারা ছাড় পাবে না। ’

news24bd.tv/ইস্রাফিল