পুকুরে মিলল দত্তক নেওয়া শিশুর মরদেহ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পুকুর থেকে রাহাত (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু রাহাত সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারানদিয়া গ্রামের ইদ্রিস-লিপি দম্পত্তির দত্তক নেওয়া ছেলে।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বলেন, নারানদিয়া গ্রামের ইদ্রিস আলী ও কালিকাপুর গ্রামের লিপি খাতুনের প্রায় ১৪-১৫ বছরের বৈবাহিক জীবনে কোনো সন্তান ছিল না। তাই তিন বছর আগে লিপি একটি সন্তান দত্তক নেন। এর একপর্যায়ে ইদ্রিস-লিপি দম্পতি পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। তিন মাস আগে লিপি শিশু রাহাতকে নিয়ে তার বাবার বাড়ি কালিকাপুরে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। সোমবার বিকেলে নিখোঁজ হয় রাহাত। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।  

ওসি আরো জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন দত্তক বাবা ইদ্রিস আলী ও তার পরিবার।  

news24bd.tv/হারুন