ফুটবল খেলার সময় অতর্কিত হামলা, যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ ৫ ও নিহত ১

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার রক্সবোরো হাই স্কুলের কাছে দুই বন্দুকধারীর অতর্কিত হামলায় এক ১৪ বছরের কিশোর নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। তারা প্রত্যেকেই মাঠে ফুটবল খেলছিলেন।

ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ পাঁচজনই ছাত্র। তারা হাই স্কুল মাঠে ফুটবল খেলছিলেন। পরে সেখানে দুই বন্দুকধারীর আক্রমণের শিকার হয়েছেন তারা।

সেখানে ‘‘প্রচুর’’ গুলি চালানো হয়েছে। ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীরা পায়ে হেঁটে পালিয়ে গেছে। ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ এবং জানিয়েছে, তারা নিরাপত্তা ফুটেজ দেখবে এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে অন্যান্য প্রমাণ পর্যালোচনা করবে।

শিক্ষার্থীদের মধ্যে চারজনকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে, এরমধ্যে ১৪ বছর বয়সী একজন ছাত্রকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফিলাডেলফিয়ার ডেপুটি পুলিশ কমিশনার জন স্ট্যানফোর্ড এক প্রেস কনফারেন্সে বলেন, ‘আমরা দিনের পর দিন এই একই কথোপকথন চালিয়ে যাচ্ছি। আমি জানি না কে কথোপকথনটি মিস করছে, তবে আমাদের যতটা সম্ভব করতে হবে। পুলিশ গুলি করার পরিস্থিতি খতিয়ে দেখছে। বন্দুকবাজ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে কোন সম্পর্ক আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ’

news24bd.tv/আমিরুল