বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে মালয়েশিয়াকে অনুরোধ অর্থমন্ত্রীর

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার ফিলিপাইনের ম্যানিলায় মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আবদুল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

সেইসঙ্গে মালয়েশিয়ার সব খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত করায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আ হ ম মুস্তফা কামাল।  

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় অংশ নিতে অর্থমন্ত্রী বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন। মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক ও অন্যান্য সুবিধার দিক থেকে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করতে আগ্রহী। এটি দ্রুত বাস্তবায়নে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

news24bd.tv/রিমু