ইরানে সরকারবিরোধীদের গুলিতে আইআরজিসির কমান্ডার নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) এক গোয়েন্দা কমান্ডার সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লববিরোধী সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল-জুলুম জাহেদানে শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর আরব নিউজের।  

নিহত কমান্ডারের নাম আলি মুসাভি। তিনি দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা কমান্ডার ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সরকারবিরোধী বন্দুকধারীরা সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এ সময় আইআরজিসির কমান্ডার আলি মুসাভির বুকে গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

news24bd.tv/আজিজ