জগন্নাথ হলে দুর্গোৎসবে নারীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবক আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সোমবার দুর্গাপূজার উৎসবে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে আফতাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ওই যুবক এক নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই নারী যুবককে থাপ্পড় দেন। পরে হল কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ ওই যুবককে আটক করে।  

অভিযুক্ত আফতাব রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারীও (৩০) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় আলতাফ হোসেন ভিড়ের মধ্যে ওই নারীকে জড়িয়ে ধরেন। পরে ওই নারী তাকে থাপ্পড় দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। আলতাফ তাকে দীর্ঘ ধরে উত্ত্যক্ত করে আসছে বলেও ওই নারী অভিযোগ করেন। পরে পুলিশ তাকে ধরে নিয়ে যান।  

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা জানান, পুলিশ ওই যুবক ধরে তার কাছে নিয়ে যায় এবং পরে থানায় নিয়ে যায়।   পুলিশ জানায়, আফতাব ও ওই নারী আগে থেকে পরস্পরকে চেনে। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, আফতাব এখন থানায় আছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।