কেরালা রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩৮

দক্ষিণ-পশ্চিম ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএনআই। নিহতদের মধ্যে স্কুল শিক্ষার্থীও রয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে প্রতিবেদনে।

বাসেলিয়াস স্কুলের দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রদের নিয়ে সফররত একটি বাস অপর একটি দ্রুতগামী গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় অঞ্জুমূর্তি মঙ্গলম বাসস্টপে একটি আরটিসি বাস বিধ্বস্ত হয়। এর পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এমবি রাজেশের জানান, ট্যুরিস্ট বাসটি এর্নাকুলাম জেলার বাসেলিওস বিদ্যানিকেতনের ছাত্র ও শিক্ষকদের নিয়ে উটি যাচ্ছিল। পথে কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কেএসআরটিসি বাসের পাঁচজন ছাত্র, একজন শিক্ষক এবং তিনজন যাত্রী রয়েছে। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৩ অক্টোবর, উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলার সিমডি গ্রামের কাছে ৫০ জনের একটি বরযাত্রীবাহি বিয়ের বাস খাদে পড়ে যায়। এতে ৩২ জন নিহত হয়।

news24bd.tv/আমিরুল