চাঁপাইনবাবগঞ্জে সেরেনা হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঞ্চল্যকর সেরেনা খাতুন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো: শিবগঞ্জ উপজেলার মোহনবাগের আব্দুল মান্নান (৪৪) ও শ্যামপুর চৌধুরীপাড়ার সুফিয়া বেগম (৩৫)। সুফিয়া বেগম পলাতক।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন। একই মামলার অপর আসামি শিবগঞ্জের পিঠালীতলার আবুল বাসারকে খালাস দেয়া হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাতে দেওয়ান জাইগির গ্রামের স্বামী পরিত্যক্তা সেরেনা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে সুফিয়া বেগমের সহায়তায় ডেকে নিয়ে যান আব্দুল মান্নান। পরে সেলিমবাদের একটি আমবাগানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ একটি গাছে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের ছেলে আরিফ হোসেন শিবগঞ্জ থানায় মামলা করেন।

২০১৫ সালের ৩১ মে শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য নেন আদালত।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)