আসামির পলায়ন, ২ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম আদালতের পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে মাদক মামলার আসামি মাসুদ রানা। কাল কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়ার সময়  ভিড়ের মধ্যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চম্পট দেয় সে।   এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

বরখাস্ত ২ পুলিশ সদস্য হলেন- নগরীর আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ও আদালতে দায়িত্বরত প্রসিকিউশন শাখার কনস্টেবল মো. খোকন।

পলাতক আসামি মাসুদ রানা নোয়াখালীর কবিরহাটের ভাটিয়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘দেড় মাস আগে পাহাড়তলী শহীদ লেন থেকে মাদক মামলায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছিল। এতদিন সে কারাগারে ছিল। ’ 

‘মঙ্গলবার কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়া হয়েছিল তাকে। কিন্তু আদালতের ভিড়ের মধ্যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাসুদ রানা পালিয়ে যায়। তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’ অরিন/নিউজ টোয়েন্টিফোর