ইতালিতে সেতু ধসে নিহত বেড়ে ৩৫

ইতালির বন্দর নগরী জেনোয়ায় বেশ কয়েকটি গাড়িসহ ধসে পড়েছে একটি সেতু। এতে অন্তত ৩৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। ১৯৬০ সালে নির্মিত ৫৮ বছরের পুরনো এ সেতুটি ২০১৬ সাল থেকে পুনর্নির্মাণের কাজ চলছিল।

ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে সেতুটির একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, সেতুটি ধসে পড়ার কারণে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ব্রিজের ওপর আট থেকে নয়টি গাড়ি ছিল।