ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে তীব্র যানজট

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের চান্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগের শিকার এই রাস্তায় চলাচলকারী যাত্রীরা। তীব্র যানজটে এ এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। টঙ্গি, কলেজ গেট,গাজীপুরা, ভোগড়া বাইপাস, চন্দনা চৌরাস্তা এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতি, মহাসড়কে খোঁড়াখুঁড়ি, ছোট বড় গর্ত, অনেক স্থানে কার্পেটিং না থাকায় মহাসড়কের বেহাল দশায় সড়কটিতে বাড়ছে যানজট। এর ওপর গেলো কয়েক দিন আগে রাতভর বৃষ্টি হওয়ায় সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে দুর্ভোগ।  

প্রকল্পের কাজে ধীরগতি ও মহাসড়কের পাশে যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী রাখাসহ, ড্রেনেজের কাজ ও রাস্তার কাজ চলমান থাকায় অনেক স্থানে এক লেনে চলছে গাড়ি। এছাড়া ভোগড়া বাইপাস, বাসন, বড়বাড়ি, কলেজ গেইট, চেরাগ আলী এলাকায় মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। বেহাল মহাসড়কের কারণে এসব পয়েন্টে যানজট বেড়েছে।

news24bd.tv/আমিরুল