<p>লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে&nbsp;</p>

আওয়ামী লীগের প্রার্থীকে হারালো ছাত্রদল নেতা

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে নাজমুল হুদা লিমনকে জয়ী ঘোষণা করে লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।  

ইউনিয়নের উপ-নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বর্তমানে লালমনিরহাট জেলা ছাত্রদলের দায়িত্ব পালন করছেন। প্রয়াত চেয়ারম্যান হাবিবুর রহমান হবির পুত্র নাজমুল চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে ঘোড়া প্রতীক নিয়ে ৮ হাজার ৯৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল হক মিঠু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট।

ছাত্রদল সভাপতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবরে জেলার কয়েকটি স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।  

উল্লেখ্য, সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হবির মৃত্যুর কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উপ-নিবাচন অনুষ্ঠিত হলো।

news24bd.tv/কামরুল