বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের রাজধানী দিল্লিতে শেষযাত্রা হয়ে গেছে দেশটির প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। আজ (১৭ আগস্ট, শুক্রবার) সকালে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির নতুন সদর দপ্তরে।

সেখানে দুপুর ২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হয়েছিল। এরপর বিকেল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে স্মৃতিস্থলে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাতে এসব তথ্য জানা যায়। ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির রাস্তায় ঢল নামে বিজেপি কর্মীসহ অগণিত সাধারণ মানুষের।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অরিন/নিউজ টোয়েন্টিফোর