‘স্কুলবাসে হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের’

সম্প্রতি ইয়েমেনের একটি স্কুলবাসে সৌদি বিমান হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন।

বোমা বিশেষজ্ঞরা সিএনএন-কে শুক্রবার এ তথ্য নিশ্চিত করে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিএনএন প্রচার করে, ২২৭ কেজি ওজনের লেজার গাইডেড মার্ক ৮২ মডেলের বোমা ছিল সেটি। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে যেসব অস্ত্র ও বোমা ব্যবহার করছে সৌদি আরব তার বেশিরভাগের নির্মাতা হচ্ছে লকহিড মার্টিন কোম্পানি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ইয়েমেনের সা’দা প্রদেশের দাহিয়ান শহরে একটি স্কুলবাসের ওপর বোমা হামলা চালায় সৌদি বিমান। এতে ৫১ জন নিহত হয় যার মধ্যে ৪০টি শিশু ছিল। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ও জাতিসংঘ কর্মকর্তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে একজন সাংবাদিক বিস্ফোরিত বোমার টুকরো উদ্ধার করে বলেছিলেন, সম্ভবত এ বোমা আমেরিকায় তৈরি হয়েছে। সৌদি আরব প্রথম দিকে এ হামলা বৈধ বলে উল্লেখ করলেও পরে আন্তর্জাতিক সমালোচনার মুখে তদন্ত করার উদ্যোগ নিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)