বিরোধীদলের সমাবেশে বাধা রাজনৈতিক লজ্জা : গণফোরাম সভাপতি

বিরোধীদলের সমাবেশে বাধা রাজনৈতিক লজ্জা বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, আগে পাকিস্তানে টাকা পাচার হতো। এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় পাচার হচ্ছে। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে গণফোরামের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গণফোরামের সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যুবলীগ নেতা হত্যার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জঘন্য কাজ করেছে সরকার।

যা চাই তাও দিব- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, এতো যদি আপনার থাকে তাহলে আইএমএফএর লোন নেয়া হচ্ছে কেন। বিনা ভোটের নির্বাচন আর একটা মধ্য রাতের নির্বাচন আওয়ামী লীগের হাতে যা ছিলো তা শেষ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া আর ভোট হবে না।

অনুষ্ঠানে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ বলেন, বৈষম্যহীন সমাজ পাকিস্তান আমল থেকে চেয়ে এসেছি, সেই বৈষম্য  আজও দূর হয়নি। যে দল আইনের শাসন মানে না সেই দল মুক্তিযুদ্ধের দল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/রিমু