<p>গাইবান্ধা-৫ উপনির্বাচন</p>

১৩৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্ব অবহেলার দায়ে প্রিজাইডিং কমকর্তাসহ ১৩৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আগামী সপ্তাহে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।  

জড়িতদের মধ্যে ১২৫ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার সাহা, একজন নির্বাহী অফিসার এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

সিইসি বলেন, উপনির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে এক মাসের মধ্যে কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এক কর্মকর্তাকে ২ মাসের জন্য চাকরিচ্যুত করা হয়েছে।

এ ছাড়া ওই সব নির্বাচনি কেন্দ্রের পোলিং এজেন্টেরা ভবিষ্যতে কোনও নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানান হাবিবুল আউয়াল।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। পরে গত ১২ অক্টোবর ওই আসনে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ভোট চলাকালীন ব্যাপক অনিয়মের অভিযোগে আসনটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয় ইসি।