কাবুলে পাকিস্তানি রাষ্ট্রদূতের ওপর হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের ওপর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রবিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে সংগঠনটি।

শুক্রবার হাটতে বের হয়ে হামলার স্বীকার হন আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত (হেড অব মিশন) উবায়দুর রহমান নিজামনি। তার ওপর গুলি করে অজ্ঞাত হামলাকারী। এ সময় তার ব্যক্তিগত দেহরক্ষী তাকে বাচাতে গিয়ে গুলিবিদ্ধ হন। প্রাণে বেঁচে যান রাষ্ট্রদূত উবায়দুর।

এ ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছিল ইসলামাবাদ।  

বিবৃতিতে ইসলামিক স্টেট দাবি করেছে, তাদের দুই সদস্য স্নাইপার দিয়ে এ হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল দূতাবাসের চত্বরে উপস্থিত থাকা রাষ্ট্রদূত এবং তার দেহরক্ষী।

news24bd.tv/আজিজ