মেসির কান্না দেখতে চান ফ্রেড

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। তিনি চান সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হউক আর্জেন্টিনা এবং সেলেসাওদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ুক মেসিরা। খবর দ্য মিরর।

শুক্রবার (৯ ডিসেম্বর) ল্যাতিনের সেরা দুই দল মাঠে নামছে ইউরোপের দুই দলের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টার ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্রোয়েশিয়াা এবং রাত ১টার মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।  

কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে ব্রাজিল এবং আর্জেন্টিনা সেমিফাইনালে উঠুক এমনটিই চান ফ্রেড। সেই চাওয়ার পেছনে কারণও  ব্যাখ্যা করেন তিনি। ফ্রেড বলেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনাল চাই। দু’দলের জমজমাট ম্যাচ চাই, নেইমারের গোল এবং মেসির কান্না দেখতে চাই। ’ 

২০১৯ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে সেমিফাইনালে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এর দুই বছর পর ২০২১ কোপার আসরে ব্রাজিলকে ঘরের মাঠে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা।  

news24bd.tv/আলী