বিমান ভ্রমণে চাহিদা বাড়ছে ডেল্টা এয়ারলাইনসের

বিশ্বে বিমান ভ্রমণের চাহিদা তুমুল বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ডেল্টা এয়ারলাইনস। পরিবহন সংস্থাটি আশা করছে, আগামী বছর তাদের মুনাফা দ্বিগুণ হয়ে শেয়ারপ্রতি ৬ ডলারে উন্নীত হবে।

পাশাপাশি আয় চলতি বছরের চেয়ে ১৫-২০ শতাংশ বাড়ারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী বছর আয়ের পরিমাণ ৪ হাজার ৫০৫ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছে ডেল্টা এয়ারলাইনস। পাশাপাশি সংস্থাটির নগদপ্রবাহ আগামী বছর ২০০ কোটি এবং ২০২৪ সালে ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

news24bd.tv/ইস্রাফিল