সারাদেশে সরিষার আবাদ বেড়েছে ২৮ শতাংশ 

ভোজ্য তেলের ঘাটতি মোকাবেলায় সারাদেশে বাড়ছে সরিষার আবাদ। প্রতিদিনই নতুন নতুন জমি চাষের আওতায় আসছে। গত বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ জমি বেড়েছে এই চাষে। ধান ঘরে তোলা শেষ হলে চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।  

সারাদেশের মাঠ হলুদ রঙ ধারণ করেছে। কোথাও একটানা সরিষার ক্ষেত, কোথাও আবার জায়গায় জায়গায়; যেন হলুদ রঙের কম্বল রোদে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ভোজ্য তেলের সংকট মোকাবেলায় কৃষকরা বাড়িয়েছেন সরিষার আবাদ। তবে সার বীজ ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে তাদের উৎপাদন খরচ।

শুধু কুষ্টিয়া জেলাতেই গতবছর ৯ হাজার ১৪৭ হেক্টর জমিতে চাষ হলেও এবার বাড়িয়ে চাষ হচ্ছে ১০ হাজার ৯২২ হেক্টর জমিতে। আগামী বছর চাষ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।  

শুধু কুষ্টিয়ায় নয়, সারাদেশেই সরিষা চাষে জমির পরিমাণ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে ৬ লাখ ১০ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল, এবার রোপণ মৌসুম শেষের আগেই সরিষার আবাদি জমির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার হেক্টর। দৃষ্টি দেওয়া হচ্ছে ফলন বাড়ানোর দিকেও।

আগামী তিন বছরে সরিষার আবাদ চল্লিশ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে কৃষি বিভাগ।

news24bd.tv/ইস্রাফিল