রাজশাহীর বাঘা পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রাজশাহীর বাঘা পৌরসভায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোটদান শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। ৯ টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে ৯০টি বুথে ইভিএমে ভোট চলছে। মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ সকাল সাড়ে ৯টায় বাঘা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শত শত ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। তবে ইভিএমে ভোট দিতে বিলম্ব হচ্ছে।  

আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহিনুর রহমান পিন্টু জানান, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। জয়-পরাজয় যেটাই হবে তিনি মেনে নেবেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান আলী বলেন, বয়স্ক ভোটারদের ইভিএম বুঝতে একটু সমস্যা হচ্ছে। তাই বিলম্ব হচ্ছে। ৩ হাজার ৫৬ জন ভোটার এই কেন্দ্রে।

এ ছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শীলমাড়িয়া ইউনিয়নেও আজ ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

news24bd.tv/রিমু