ধামরাইয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় একজনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে দেড় বছরের শিশু মরিয়ম আক্তার মারা গেছে। শিশুটির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি চারজনের অবস্থাও গুরুতর।  

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানের সংলগ্ন একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।   দগ্ধ জোসনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সাদিয়ার ৭৫ শতাংশ, হোসনে আরার ২৫ শতাংশ ও মনজুরুলের ৩৩ শতাংশ পুড়ে যায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।  

স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন।

news24bd.tv/হারুন