হাজার কোটি টাকা পাচারে ইয়াসিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে বিএফআইইউ, সিআইডি ও দুদককে তদন্ত করে রুলের জবাব দিতে আগামী ৯ মার্চ শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট।

এ সময় আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ইয়াসিন চৌধুরী বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা তৎপরতাসহ আন্দোলনে মদদ ও অর্থের জোগান দিচ্ছেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ ও আন্দোলনে অর্থের জোগান দিচ্ছেন ইয়াসিন।

news24bd.tv/হারুন