পাকিস্তানের রিজার্ভ সর্বনিম্ন

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৩০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে দেশটিতে রিজার্ভ সর্বনিম্নে নেমে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু বৈদেশিক ঋণ পরিশোধ করার পর দেশটির রিজার্ভ আরও কমে গেছে।

গত বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) রিজার্ভের তথ্য দিয়ে জানায়, দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখনো ৫৮০ কোটি মার্কিন ডলার আমানত রয়েছে। সব মিলিয়ে দেশটির রিজার্ভ ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।

তবে পাকিস্তান বর্তমান অচলাবস্থার অবসানের আশা করছে। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১১০ কোটি মার্কিন ঋণ ছাড় করবে বলে আশা করছে তারা।

গত বছর ভয়াবহ বন্যার শিকার হয় পাকিস্তান। সরকারি হিসাবে, বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছিল। সূত্র: আল জাজিরা

news24bd.tv/কামরুল