সরকারি কর্মচারীদের অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে সুযোগ দিতে রুল

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না সরকারি কর্মচারীরা। তবে এই অধ্যাদেশের বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশিরউল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ রুল জারি করেন।  

এই রিটটি করেন লালমনিরহাটের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। রিটকারীর আইনজীবী বলেন, ‘নির্বাচনে অযোগ্যতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (চ) চ্যালেঞ্জ করে এ রিটের শুনানি হয়। ’ 

শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ‘সরকারি চাকরি থেকে অবসরের পর যে কোনো ব্যক্তি সাধারণ নাগরিক হয়ে যান। কিন্তু এক্ষেত্রে তাদের নির্বাচন করতে সময় বেঁধে দেওয়া হলো কেন। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ’

news24bd.tv/মামুন