ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনায় নিহত অন্তত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ঘটে এ ঘটনা ঘটে। এখনও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ সার্জেন্ট বব বোইস জানিয়েছেন, শনিবার রাতে স্থানীয় একটি দোকানে গুলির এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, হামলাকারী একজন পুরুষ। তবে হামলার উদ্দেশ্য এবং হামলারকারীর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।  

ওই অঞ্চলের এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুক হাতে তিনজন ব্যক্তি ওই রাতে আমার দোকানে ঢুকে পড়ে। আমাকে বন্দুকের মুখে জিম্মি করে দোকানের সমস্ত দরজা-জানালা বন্ধ করে দিতে বলে।

প্রসঙ্গত, প্রতি বছরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপিত হয়। প্রায় ১ লাখ মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে প্রায় ৬০ হাজার মানুষের বাস। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসীই এশিয়ান।

news24bd.tv/আজিজ