পাটুরিয়া-দৌলতদিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় কারণ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, নৌ দুর্ঘটনা এড়াতে রোববার রাত সোয়া ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও পরিবহন নিয়ে আটকে থাকে ৩টি ফেরি।

এদিকে ফেরি বন্ধ থাকায় শীত ও ঘনকুয়াশায় ভোগান্তিতে পড়ে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

তিনি জানান, পাটুরিয়া ঘাটে ছোট বড় মিলে ৩ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এই নৌরুটে ১৫টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অপেক্ষাকৃত যানবাহন পারা পার করা হচ্ছে।

news24bd.tv/আইএএম