হুমকিতে ভীত নন ইমরান খান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ইস্যুতে কারও সাথে আপসে বসতে নারাজ তিনি। এমনকি কাশ্মীর ইস্যুতে যত হুমকি বা আন্তর্জাতিক চাপ-ই আসুক না কেন, তাতে ভীত হয়ে নিজ অবস্থান থেকে সরে দাঁড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইমরান।  

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধান মাসুদ খানের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইমরান খান কাশ্মিরী জনগণের অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তান জাতিসংঘের সহযোগিতায় ভারতকে কাশ্মিরীদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দেওয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করছে। কাশ্মীর ভারতের সাথে থাকবে কী থাকবে না, সে বিষয়টি কাশ্মিরীদের গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত।

এ সময় ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন পাক সরকার প্রধান। এছাড়া কাশ্মিরীদের ওপর ভারতীয় সেনাবাহিনী হামলার নিন্দা জানান তিনি। সূত্র: ডন অরিন▐ NEWS24