<p>বিশ্বকাপ জয়ের পর মেসির প্রথম সাক্ষাৎকার</p>

লাখো ম্যাসেজের চাপে অচল হয়ে পড়েছিল মেসির ইনস্টাগ্রাম

১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের ফাইনালে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস এক লড়াই শেষে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ গড়াল টাইব্রেকার নামক লটারিতে। যেখানে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। ৩৬ বছর পর আলবিসেলেস্তেরা জেতে বিশ্বকাপ। তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে ওঠে বিশ্বকাপের সোনালি ট্রফি।

আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে ৪২ দিন। এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসি দেননি কোনো সাক্ষাৎকার। অবশেষে তাকে পাওয়া গেল। প্যারিসে তিনি ধরা দিলেন আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক অ্যান্ডি কুসনেতজফকে। বিশদ এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছে বিশ্বকাপ জয়ের নানা গল্প।

সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে মেসি জানান, বিশ্বকাপ জয়ের পর লাখো শুভেচ্ছা বার্তা আসে তার কাছে। এর মধ্যে ইনস্টাগ্রামে ম্যাসেজের চাপ এতই ছিল যে, কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট সাময়িকভাবে অচল করে রাখে।  মেসি সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেজের (বার্তা) বন্যায় ভেসে যায়। আমি আমার পরিবারের সদস্যদের উত্তর দেওয়া শুরু করি। এরপর আমি টানা কয়েকদিন ম্যাসেজের উত্তরই দিতে থাকি। ইনস্টাগ্রামে তো লাখো ম্যাসেজ আসে আমার কাছে এবং তারা (ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ) আমার অ্যাকাউন্ট ব্লক (অচল) করে দেয়। ’ 

বিশ্বকাপ হাতে মেসির প্রথম ছবিও ইনস্টাগ্রামে গড়ে লাইকের রেকর্ড। এখন পর্যন্ত ছবিটিতে লাইক পড়েছে ৭ কোটি ৫০ লাখেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এর চেয়ে বেশি জনপ্রিয় হয়নি আর কোনো ছবি। সেই রেকর্ড সম্পর্কে জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘ইনস্টাগ্রামে আমার ছবি সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি থাক, আমি এমন কিছু চাইনি। সত্যি বলতে, মানুষ আমাকে স্রেফ বিশ্বকাপ ট্রফি হাতে দেখতে চেয়েছিল। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ছবি-ভিডিও অহরহ ঘুরপাক খাচ্ছে। মেসির চোখ এড়ায়নি সেটিও। আর্জেন্টিনা অধিনায়ক জানালেন, সেই ভিডিও চোখের সামনে পড়লে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মেসি বলেন, ‘আমি এখনো আবেগপ্রবণ হয়ে পড়ি যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখি যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ’

news24bd.tv/সাব্বির