চ্যাটজিপিটি ব্যবহারে লাগবে ফি

ওপেনএআইয়ের সাড়া জাগানো চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা মাত্র দু’মাসেই ১০ কোটি ছাড়িয়েছে। এত অল্প সময়ে ইতিহাসে এই প্রথম কোনো অ্যাপ্লিকেশনে এতে বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছে বলে উঠে এসেছে এক সমীক্ষায়। বিশ্লেষণী সংস্থা সিমিলারওয়েবের তথ্য উদ্ধৃত করে এই সমীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রায় ১.৩ কোটি ইউনিক ভিজিটর পেয়েছে চ্যাটজিপিটি; যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, ১০ কোটি ব্যবহারকারী পেতে টিকটকের সময় লেগেছিল ৯ মাস, ইনস্টাগ্রামের সময় লেগেছিল আরও বেশি। এদিকে ওপেনএআই তার চ্যাটবট চ্যাটজিপিটি প্লাসের জন্য সাবস্ক্রিপশন ফি চালু করেছে। চ্যাটজিপিটি প্লাসে রয়েছে বিশেষ কিছু ফিচার ও সুবিধা।

কোম্পানিটি নিশ্চিত করেছে চ্যাটজিটিপি সবাই এখনও বিনামূল্যেই ব্যবহার করতে পারছে। এর পাশাপাশি থাকছে চ্যাটজিটিপি প্লাস। যারা বিশেষ ফিচার সুবিধাযুক্ত এই ভার্সনটি ব্যবহার করতে চান, তাদের প্রতিমাসে ২০ ডলার গুনতে হবে। আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের জন্য সীমিত রয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও এই সুবিধা পাওয়া যাবে।  

সংস্থাটির মতে, এই নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনাটি তাদের চ্যাটজিটিপিতে বেশি সংখ্যক মানুষকে অ্যাক্সেস দিতে সহায়তা করবে।

চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা পিক টাইমেও চ্যাটজিপিটিতে সাধারণ অ্যাক্সেস পাবেন। একইসঙ্গে, চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা নতুন আরও সুবিধা গুলোও পাবেন। তারা মূলত চ্যাটজিটিপি প্রো এর ফাঁস হয়ে যাওয়া ফিচারগুলোর মতোই সুবিধা পাবেন। চ্যাটজিপিটি প্রো এর মূল্যের তুলনায় চ্যাটজিপিটি প্লাসের মূল্য কিছুটা কম থাকবে।

ওপেনএআই আরও নিশ্চিত করেছে, গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। ভবিষ্যতে, ওপেনএআই চ্যাটজিপিটি এপিআই প্রকাশের বিষয়টিও নিশ্চিত করেছে, যা ইতোমধ্যে বিদ্যমান অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলোর সঙ্গে নির্বিঘ্নে চ্যাটজিপিটিকে একীভূত করতে পারবে।

যদিও চ্যাটজিপিটির বর্তমানে কোনও প্রতিযোগিতা নেই তবে গুগল এবং বাইডুর মতো বড় ব্র্যান্ডগুলোর অনুরূপ পরিষেবা আনার জন্য কাজ করছে।

news24bd.tv/আলী