সবধরনের ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। গত বছরের জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন মরগান। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক এক বিবৃতিতে মরগান এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। গত বছর ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন মরগান। আবুধাবি টি১০ লিগেও খেলতে দেখা গেছে তাকে। নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে কয়েকমাস আগে এই টুর্নামেন্ট খেলেছেন তিনি। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এসএ২০’ লিগে পার্ল রয়্যালসের হয়ে মাঠ মাতাতে দেখা গেছে মরগানকে।

অবসরের ঘোষণায় মরগান বলেছেন, ‘গর্বের সঙ্গেই ঘোষণা করছি, আমি সবধরনের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর আমার বিশ্বাস, এই খেলা থেকে সরে আসার এটাই সঠিক সময় যা আমাকে বছরের পর বছর ধরে অনেক কিছু দিয়েছে। ২০০৫ সালে ইংল্যান্ডে আসার পর মিডলসেক্সে যোগ দেওয়া থেকে একেবারে শেষ পর্যন্ত এসএ২০-এ পার্ল রয়্যালসের হয়ে খেলা, আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ’

এরপর পরিবার, বন্ধু-বান্ধব, সতির্থ, কোচ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মরগান আরও বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন থাকে। কিন্তু আমার পরিবার, বন্ধুরা সবসময় আমার পাশে ছিল। আমি আমার সতীর্থ, কোচ, দর্শক এবং যারা পর্দার আড়ালে ছিল, যাদের জন্য আমি এই অবস্থানে তাদের ধন্যবাদ জানাতেই হয়। ক্রিকেটকে ধন্যবাদ, আমি বিশ্ব ভ্রমণ করতে পেরেছি এবং অবিশ্বাস্য লোকদের সঙ্গে দেখা করতে পেরেছি, যাদের অনেকের সাথে আমি আজীবন বন্ধুত্ব গড়ে তুলেছি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলা আমাকে অনেক স্মৃতি দিয়েছে, যা আমি চিরকাল মনে রাখবো। ’

তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের পর আমি আমার প্রিয়জনদের সঙ্গে অনেক সময় কাটাতে পেরেছি এবং ভবিষ্যতে আমি এটা আরও করতে চাই। তবে যাই বলি না কেন, অবশ্যই আমি নিঃসন্দেহে পেশাদার ক্রিকেট খেলার দুঃসাহসিক কাজ এবং চ্যালেঞ্জ মিস করব। ’

ক্রিকেটকে বিদায় বলার পর মরগান নিশ্চিত করেছেন, সামনে ধারাভাষ্যকার এবং ক্রিকেট পণ্ডিত হিসেবে এই খেলার সঙ্গেই থাকবেন তিনি।

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজারের বেশি রান করেছেন মরগান। তবে সবকিছু ছাপিয়ে মরগান সবার মনে থাকবেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের উত্থানের জন্য। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে লজ্জাজনক বিদায়ের পর এই মরগানের হাত ধরেই ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তার নেতৃত্বে আক্রমণাত্মক ক্রিকেটের নতুন এক সংজ্ঞা দাঁড় করায় দলটি। এরপর তার নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

news24bd.tv/সাব্বির