রেস্তোরাঁয় পরিবেশন করা মাছ কামড়ে ধরলো গ্রাহকের চপস্টিক

রীতিমতো আঁতকে ওঠার মতো বিষয়। রেস্তোরাঁয় সাধারণত প্রক্রিয়াজাত করেই মাছ পরিবেশন করা হয় গ্রাহককে। রান্না করা খাবার খেয়েই তৃপ্তির ঢেঁকুর তোলেন গ্রাহকরা। তবে জাপানে একটি রেস্তোরাঁয় গ্রাহককে খেতে দেওয়া হয়েছিল জীবিত মাছ। এখানেই শেষ নয়। এই ঘটনার ভিডিওতে দেখা গেছে, জীবিত মাছটির মুখের সামনে চপস্টিক ধরা হলে মাছটি চপস্টিক কামড়ে ধরছে।

সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তবে প্রথমে এটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছিল। যিনি এই ভিডিও প্রকাশ করেছিলেন, তার নাম তাকাহিরো।

গত বছর এই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি সেই ভিডিও আবার টুইটারে প্রকাশ করলে ভাইরাল হয়। ‘অডলি টেরিফাইং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিও দেওয়া হয়। যার ক্যাপশনে লেখা ছিল, ‘রেস্তোরাঁয় মাছ দেওয়া হয়েছে, এটি চপস্টিক কামড়ে ধরেছে’।

দুইদিন আগে আপলোড করা ভিডিওটি এরই মধ্যে প্রায় এক কোটিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৮২ হাজারের বেশি।

news24bd.tv/সাব্বির