মানবতাবিরোধী অপরাধ: হরমুজ আলীসহ ৫ জনের বিরুদ্ধে রায় আজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায়  ময়মনসিংহের ত্রিশালের মো. হরমুজ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি)। বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেবেন।  

গত ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এ মামলার আট আসামির ছয় জন গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে কারাগারে মারা যান তিন জন। তারা হলেন জাতীয় পার্টির সাবেক এমপি এমএ হান্নান, তাঁর ছেলে রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু। বর্তমানে কারাগারে আছেন হরমুজ আলী, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও ফখরুজ্জামান পলাতক আছে।  

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের ছয়টি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

news24bd.tv/ইস্রাফিল