পঁচিশের বাইরে আদানি

বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৫ এর বাইরে চলে গেলেন গৌতম আদানি। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আদানির ‘অধঃপতনের’ বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সের বরাতে ভারতের গণমাধ্যমগুলো জানায়, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, সে দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার (প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।

আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের সেই বিতর্কিত রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই নামে ধ্বস। সেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়। যার জেরে শুরু হয় আদানিদের সংস্থাগুলির শেয়ার দরের পতন।

তবে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর বুধবারের তালিকা অবশ্য জানাচ্ছে, ধনী তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তার মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।