রিজার্ভের ওপর চাপ কমেছে, স্বাভাবিক হচ্ছে অর্থনীতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, রিজার্ভের উপর চাপও কমেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি স্বাভাবিক ধারায় ফিরছে।

বুধবার (০১ মার্চ) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

প্রতিমন্ত্রী জানান, ১৮ হাজার ৫শ কোটি টাকা কমিয়ে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আরএডিপির আকার চূড়ান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা।

তিনি আরও জানান, বাজেট ঘাটতি কমাতেই ভর্তুকি কমানো হচ্ছে। যার ফলে বিদ্যুতের দামও সমন্বয় করা হচ্ছে। সমন্বয় করতে কৃষি ভর্তুকি অব্যাহত রাখতে হচ্ছে।

news24bd.tv/FA