আরও তিন ফিলিস্তিনিকে হত্যা

উত্তর অধিকৃত পশ্চিম তীরের জেনিনে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন- ফাশাফসেহ (২২), সুফিয়ান ফাখৌরি (২৬) এবং নায়েফ মালয়েশেহ (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি রেডিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের দক্ষিণে জাবা গ্রামেও অভিযান চালিয়েছে। এ সময় তারা একটি বাড়ি ঘিরে রেখেছিল। সেখানে গুলি বিনিময় হয়েছে এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর একটি বিবৃতি জারি করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হামাস রেডিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জাবা ব্রিগেড নামে একটি দলকে লক্ষ্যবস্তু করে তাদের নেতাকে হত্যা করেছে।

news24bd.tv/তৌহিদ