ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: গ্রেপ্তার আরও ৩ 

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী একজন আকাশসহ আরও তিনজনকে গ্রেপ্তার  করেছে গোয়েন্দা পুলিশ। খুলনা, নেত্রকোনা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১১ জন। উদ্ধার হয়েছে ৭ কোটিরও বেশি টাকা। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।  

গোয়েন্দা পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় আরেক মূল পরিকল্পনাকরী সোহেল এখনো পলাতক আছে। আর এই সোহেল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটিতে ড্রাইভার হিসেবে কাজ করতো। এই পরিকল্পনার অংশ হিসেবে টাকা পরিবহনকারী গাড়িটির নকল চাবি তারা বানিয়ে রেখেছিল।  

ডিবি প্রধান জানান, পরিকল্পনা বাস্তবায়ন করতে সুনামগঞ্জ থেকে মোবাইল ও সিম সংগ্রহ করা হয়। জোগাড় হয় ৪-৫ জন ব্যক্তিকে। ডাকাতির পর সেই টাকা দিয়ে গাড়ি কেনাসহ মানুষকে ধারও দিয়েছে ডাকাত দলের এই সদস্যরা।  

তিনি বলেন, সোহেলকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে ধরতে পারলে ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে বলেও পুলিশের পক্ষ থেকে জানান তিনি।

news24bd.tv/আইএএম