নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, রমজানে কী হবে বোঝা যাচ্ছে; ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৪-১৫ বছর ধরে গুম-খুন-গ্রেপ্তার ও হত্যার পরও বিএনপির আন্দোলন দমাতে পারেনি আওয়ামী লীগ। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। তা থেকে শিক্ষা নিতে হবে। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারে না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দুর্বিসহ মানুষ। রমজানে কী অবস্থা হবে তা বোঝা যাচ্ছে।

আজ বুধবার রাজধানীর একটি সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গণবিরোধী আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মামলা গ্রেপ্তার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সফলভাবে ভয়ের পরিবেশ তৈরি করে তা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

‘আদানি চুক্তি বাতিলের’ জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার বিদ্যুৎ এনেছে। ৭৪ এর মতো আওয়ামী লীগ  একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়,’যোগ করেন ফখরুল।

news24bd.tv/তৌহিদ